china12

উত্তেজনা প্রশমনে অস্ট্রেলিয়া সফরে চীনের প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া সফররত চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাত বছরের মধ্যে এই প্রথম চীনের কোনো প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরে গেলেন।

বৈঠক শেষে আলবানিজ বলেন, অঘটন এড়াতে অস্ট্রেলিয়া ও চীন সামরিক যোগাযোগ বাড়াতে পদক্ষেপ গ্রহণ করবে।

গত মাসে পীত সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় অস্ট্রেলিয়ার একটি সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে সংকতেশিখা নিক্ষেপ করেছিল চীনের যুদ্ধবিমান। এ ঘটনাকে ঝুঁকিপূর্ণ বাধা প্রদান হিসেবে অভিহিত করেছিল অস্ট্রেলিয়া।

আলবানিজ সাংবাদিকদের বলেন, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি তুলেছেন। এ সময় লি সাংবাদিকদের বলেন, দুই নেতা একটি অকপট, নিবিড় ও ফলপ্রসূ বৈঠক করেছেন এবং অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন।

এদিকে লির সফরের পক্ষে-বিপক্ষে ক্যানবেরার পার্লামেন্ট হাউসের বাইরে বিক্ষোভকারী ও সমর্থকেরা জড়ো হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তিব্বত, উইঘুর ও হংকং সমর্থক বিক্ষোভকারীদের থেকে চীনপন্থীদের আলাদা করতে ব্যারিকেডও বসানো হয়েছিল।

Scroll to Top