rain11

ঈদের দিন ভারি বৃষ্টি হবে যে সব এলাকায়, জেনেনিন

বর্ষা মৌসুমের শুরুতেই সোমবার (১৭ জুন) সারাদেশে পালিত হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ওইদিন ঈদ জামাত কিংবা পশু কোরবানির সময় বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সকলের মধ্যে রয়েছে এক ধরনের দু:শ্চিন্তা।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের দিন রোববার (১৬ জুন) দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। এছাড়া ঈদের দিন অর্থাৎ সোমবার দেশের কয়েকটি বিভাগে ভারি কিংবা অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা বাতাসসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই তিন বিভাগের ৭৫ থেকে শতভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Scroll to Top