turkiye

গাজা ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে একাট্টা তুরস্ক-ব্রাজিল

ইতালিতে চলছে বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি-৭ এর সম্মেলন। জি-৭ এর সাইডলাইনে ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তাদের আলোচনায় উঠে এসেছে গাজায় ইসরাইলের চালানো গণহত্যার প্রসঙ্গও। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।

গাজায় নিরীহ মানুষদের ওপর গণহত্যা চালানোর ফলে ইসরাইল আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে লুলার সঙ্গে আলোচনায় উল্লেখ করেন এরদোগান। গণহত্যা বন্ধে তেলআবিবের ওপর আরও চাপ প্রয়োগ করার বিষয়ে জোর দেন তুর্কি প্রেসিডেন্ট।

তুরস্ক ও ব্রাজিল দুই দেশই শুরু থেকে গাজায় ইসরাইলের নির্বিচার হামলার বিরোধিতা করে আসছে। গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা বরাবরই উচ্চকণ্ঠ। গাজা ইস্যুতে ব্রাজিলের অবস্থানের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট।

গত মাসে প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানায় তুরস্ক। এর আগে নিকারাগুয়া এবং কলম্বিয়া গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায়।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। এখন পর্যন্ত সেখানে ইসরাইলি আগ্রাসনে ৩৭ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং ৮৪ হাজার ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Scroll to Top