dead body122

পশুরহাটে মহিষের গুতোয় প্রাণ গেল খামারির

সুনামগঞ্জের তাহিরপুরে ষাড়ের শিংয়ের আঘাতে মনু মিয়া নামের এক খামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে কুরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। মৃত মনু মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।

মৃত মনু মিয়ার পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে মনু মিয়া ও তার ভাই নানু মিয়ার লালিত একটি ষাঁড় বিক্রির জন্য উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে থাকা কুরবানির পশুর হাটে নিয়ে আসেন। দুপুরের দিকে হঠাৎ করেই ষাঁড়টি উত্তেজিত হয়ে মনু মিয়ার গোপনাঙ্গে শিং দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মনু মিয়া মারা যান। ঘটনার পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজিম বলেন, কুরবানির পশুর হাটে পালিত ষাঁড়ের গুঁতোয় এক খামারি মারা গেছেন বলে জেনেছি।

Scroll to Top