দ্বিতীয় বিয়ের সময় কি নারী কাবিনের হকদার হবেন না?

পাঠকের প্রশ্ন বিভাগে আইনগত সমস্যা নিয়ে নানা রকমের প্রশ্ন পাঠিয়েছেন পাঠকেরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন এবার।

প্রশ্ন: কয়েক দিন আগে ফেসবুকে দ্বিতীয় বিবাহ ও কাবিনসম্পর্কিত একটি আলোচনা পড়ছিলাম। সেখানে একজন লিখেছেন, একজন নারী একবারই কাবিনের টাকা পেতে পারেন। দ্বিতীয় বিবাহের সময় তিনি কাবিনের হকদার হবেন না। নারীদের দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে সত্যিই কি এমন কোনো আইন আছে?

উত্তর: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দেনমোহর নিয়ে অনেকের মধ্যেই নানা ধরনের ভুল ধারণা রয়েছে। যেমন একজন নারী একবারই কাবিনের টাকা পেতে পারেন। দ্বিতীয় বিয়ের সময় তিনি কাবিনের হকদার হবেন না। আবার অনেকের ধারণা, স্ত্রী যদি স্বেচ্ছায় কিংবা আগে তালাকের নোটিশ পাঠান, তাহলে দেনমোহর পরিশোধ করতে হবে না। এসব ধারণার কোনোটিই ঠিক নয়।

মুসলিম বিয়ের একটি অন্যতম শর্ত দেনমোহর। দেনমোহর স্বামী কর্তৃক স্ত্রীকে পরিশোধযোগ্য একটি আইনগত বাধ্যবাধকতা।

দেনমোহর দুই ধরনের হয়ে থাকে। তাৎক্ষণিক ও বিলম্বিত। তাৎক্ষণিক দেনমোহর স্ত্রী চাওয়ার সঙ্গে সঙ্গে পরিশোধ করতে হয়। আর বিলম্বিত দেনমোহর বিয়ের পর যেকোনো সময় পরিশোধ করা যায়। তবে মৃত্যু বা বিবাহবিচ্ছেদের পর দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হয়।

দেনমোহরের একটি অংশ অনেক সময় বিয়ের সময় পরিশোধ (উসুল) করে দেওয়া হয়, সেটা তাৎক্ষণিক দেনমোহর। কাবিননামার ক্রমিক নম্বর ১৫ কলামে এ সম্পর্কে বলা আছে। বাকিটা বিলম্বিত দেনমোহর হিসেবে ধরা হয়। যদি কোনো পক্ষের মৃত্যু হয়, তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয় অথবা স্বামী সালিসি পরিষদ, তথা স্ত্রীর অনুমতি ছাড়া আরেকটি বিয়ে করেন, তাহলে বিলম্বিত দেনমোহর আদায়ের জন্য স্ত্রী পারিবারিক আদালতে মামলা করতে পারবেন।

স্ত্রীর মৃত্যু হলেও দেনমোহর মওকুফ হয় না। স্ত্রী মারা গেলে স্ত্রীর উত্তরাধিকারী মামলা করে দেনমোহর আদায় করতে পারেন। তবে এ ধরনের মামলা স্ত্রীর মৃত্যুর তিন বছরের মধ্যে করতে হবে। স্বামীর মৃত্যু হলে বিধবা স্ত্রী স্বামীর সম্পত্তি থেকে প্রাপ্য দেনমোহর আদায় করবেন।

দেনমোহর বিয়ের সঙ্গে সম্পর্কিত অধিকার। আইন মেনে বিবাহবিচ্ছেদ করে যতবারই বিয়ে হোক না কেন, প্রতিবার দেনমোহর পাওয়া স্ত্রীর আইনানুগ অধিকার।

Scroll to Top