argentina

ইকুয়েডরের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর কিছুদিন পরই শুরু হচ্ছে কোপা আমেরিকা। তার আগে দলগুলো নিজেদের দুর্বলতা খুঁজে বের করতে মাঠে নামছে প্রীতি ম্যাচে। কোপার আগে আর্জেন্টিনারও রয়েছে প্রীতি ম্যাচ। রোববার (৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা লড়বে ইকুয়েডরের বিপক্ষে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন না বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। তিনি খেলবেন বদলি হিসেবে। সর্বশেষ প্যারাগুয়ের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন মেসি।

লিওনেল মেসির মতো শুরুর একাদশে নাও দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজ এবং নাহুয়েল মলিনাকে। দুজনেই ইনজুরি থেকে ফিরে আসার প্রক্রিয়ায় আছেন। গোলবারের নিচে স্কালোনি ভরসা রাখছেন এমিলিয়ানো মার্টিনেজের উপরই।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, গনজালো মন্তিয়েল, মার্কাস আকুনিয়া, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ।

Scroll to Top