টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার (৬জুন) নিজেদের প্রথম জয় পেয়েছে উগান্ডা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১২৫ রানে হারের পর আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩ উইকেটে ঐতিহাসিক পেয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ব্রায়ান মাসাবার দল।
ম্যাচের প্রথম ইনিংসে ৭৭ রানে পাপুয়া নিউগিনিকে অলআউট করে নিজেদের জয়ের কাজটা সহজ করে রেখেছিল আফ্রিকান দেশটি। ৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ রানে ৫ উইকেট হারায় উগান্ডা।
৩৫ রানের জুটি গড়ে রিয়াজাত ও জুমা মিয়াগি । দলীয় ৬১ রানে আউট হয়ে ফেরেন জমা মিয়াগি। ৭৫ রানের সময় রিয়াজাত আউট হলে হলে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় উগান্ডা। ৫৬ বলে ৩৩ রান করেন রিয়াজাত।