kangana

ভোটে জিতে কী বললেন কঙ্গনা?

বিজেপির হয়ে লড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সাবেক মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিংয়ের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে অভিনেত্রী জয়ী হয়েছেন। হিমাচল প্রদেশের মান্ডি আসনে নিকটতম প্রার্থী কংগ্রসের বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, কঙ্গনা ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট।
রাজনীতির মঞ্চে নেমেই যেন বাজিমাত করলেন কঙ্গনা রানাউত। হিমাচলে নিজের শহর মান্ডি থেকে এই বছর ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী হয়েছিলেন বলিউড কুইন।

জয়ের পর ইনস্টাগ্রামে এক প্রতিক্রিয়ায় কঙ্গনা লিখেছেন, মান্ডির মানুষকে আমার ভালবাসা। আমি কৃতজ্ঞ। আপনাদের ভালবাসা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ। এই জয় সবার। এই জয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির। ভারতীয় জনতা পার্টির জয়। এই জয় সনাতন ধর্মের জয়!

এ অভিনেত্রী বলেন, এই মুহূর্তে আমি আবেগপ্রবণ। আমি কৃতজ্ঞ, মান্ডির মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছেন, নরেন্দ্র মোদিজিকে বেছে নিয়েছেন।

এর আগে কঙ্গনা ভারতীয় গণমাধ্যমকে জানান, নির্বাচনে জিতলে তিনি অভিনয় ছেড়ে দেবেন। সমস্ত সময়টাই রাজনীতির জন্য ব্যয় করবেন। কংগ্রেস শাসিত হিমাচলেরই মেয়ে কঙ্গনা রানাউত।

Scroll to Top