network

মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হবে কবে, জানালো অ্যামটব

মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি স্বাভাবিক হতে কাল বুধবার (২৯ মে) পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। মঙ্গলবার (২৮ মে) এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশে ৩০ হাজারেরও বেশি মোবাইল টাওয়ার অচল রয়েছে। মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি স্বাভাবিক হতে বুধবার (২৯ মে) পর্যন্ত সময় লাগবে।

আর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জানায়, প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশে এ মুহূর্তে ৩২ হাজার ৯০৬টি মোবাইল টাওয়ার অচল রয়েছে।

Scroll to Top