israel22

রাফার শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ৩৫

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তাল-আস-সুলতান শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইলি সেনাবাহিনী রাফার শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এ হামলায় নিহত হয়েছে অন্তত ৩৫ জন। আহত হয়েছেন শতাধিক।

এ সময় বেশ কয়েকটি শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো বিমান হামলায় শিশুসহ অনেকে হতাহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, রোববার (২৬ মে) ইসরাইলের তেল আবিবকে লক্ষ্য করে একের পর এক রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির সামরিক শাখা কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, গাজার গণহত্যার প্রতিবাদেই বেশ কিছুসংখ্যক রকেট ছুড়েছে হামাস যোদ্ধারা।

ইসরাইলি সেনারা জানিয়েছে, হামাস দীর্ঘ চার মাস পর ইসরাইলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। ফিলিস্তিনের রাফা শহর থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হলেও একাধিক প্রতিহতের দাবি করেছে ইসরাইলি সেনারা।

এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামাসের রকেট হামলার পাল্টা জবাবেই মূলত গাজার রাফাহ শহরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামলায় নিহত হয় অন্তত ১,২০০ ইসরাইলি বেসামরিক নাগরিক। এছাড়াও প্রায় আড়াইশো ইসরাইলিকে জিম্মি করে হামাস। এরপর থেকেই উপত্যকাটিতে আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ফিলিস্তিনির নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Scroll to Top