অবশেষে বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ প্রতীক্ষার পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় সকাল ১০টায়। আর সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।
এদিকে আগেই জানা গিয়েছিল অস্ট্রেলিয়ার স্কোয়াড। সেই অনুযায়ী প্রায় ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামতে যাচ্ছেন খাজা। অ্যাগারের সময়টা আরো দীর্ঘ। দু’জনই অবশ্য ছিলেন ফেব্রুয়ারির ভারত সফরে। কিন্তু পানি নিয়েই তাদের দৌঁড়াতে হয়েছে চার ম্যাচের ওই টেস্ট সিরিজে। অতঃপর খাজা ও অ্যাগার ফিরলেন একাদশে।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের একাদশ ঘোষণার আগেই অবশ্য জোর গুঞ্জন ছিল খাজা ফিরছেন একাদশে। টাইগারদের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিং করার খবরও ছাপা হয়েছিল অস্ট্রেলিয়ান মিডিয়ায়। শেষ পর্যন্ত অধিনায়ক স্টিভেন স্মিথের দল ঘোষণার সঙ্গে চূড়ান্ত হয়ে যায় সেটি।
এদিকে নানা ঘটনায় দলে ফিরলেও একাদশে ফেরা হয়নি মুমিনুল হকের। এই টেস্টের জন্য তিন নম্বরে ইমরুল কায়েসকেই বেছে নিয়েছে টিম মেনেজম্যান্ট। মুমিনুল ছাড়াও একাদশের বাইরে থাকছেন লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জস হ্যাজলেউড এবং নাথান লায়ন।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ