রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন ভারতীয় দলের বেশ কয়েক জন ক্রিকেটার। যাদের আইপিএলের ম্যাচ আগে শেষ হয়ে গেছে, তারা শনিবার (২৫ মে) বিমানে উঠেছেন। কিন্তু রোহিতদের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাননি বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। অথচ দুই ক্রিকেটারের দলই ছিটকে গেছে আইপিএল থেকে।
বিসিসিআইয়ের তথ্য মতে, আগামী ৩০ মে আমেরিকার বিমানে উঠবেন কোহলি। হার্দিকও সম্ভবত দ্বিতীয় ধাপে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। ফলে ১ জুন বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলা হবে না তাদের।
কোহলি ও হার্দিক প্রথম ধাপে না যাওয়া কারণ হিসেবে জানা যায়, আমেরিকার ভিসা সংক্রান্ত কিছু কাজ বাকি ছিল কোহলির। তাই তিনি নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার যেতে পারেননি। অন্য দিকে, ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক এখন রয়েছেন লন্ডনে। তিনি সেখান থেকে সরাসরি আমেরিকায় দলের সঙ্গে যোগ দেবেন। তবে হার্দিক কবে দলের সঙ্গে যোগ দেবেন, তা নিশ্চিত করে জানা যায়নি।
এদিকে আগামী ৩০ মে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চহালের। তাদের সঙ্গে যাবেন কোহলিও।
উল্লেখ্য, বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৪ জুন আয়ারল্যান্ডের সঙ্গে। ৯ জুন রোহিতদের প্রতিপক্ষ পাকিস্তান