china11

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া

তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে এই মহড়া শুরু হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য জানিয়েছে।

সিনহুয়া বলছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে তাইওয়ান প্রণালি, তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করেছে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু, উকিয়ু এবং ডঙিন দ্বীপপুঞ্জের চারপাশেও মহড়া চালায় চীন।

চীনের সামরিক মুখপাত্র লি সি বলেছেন, ‘তাইওয়ানের স্বাধীনতার’ নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর কঠোর শাস্তি হিসেবে এই মহড়া চালানো হয়েছে। এ ছাড়া বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উসকানির বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা ছিল এই মহড়া।

গত সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে শপথ নেন। এর তিন দিন পর নিজেদের শক্তি প্রদর্শন করল চীন। শপথ গ্রহণের পর বেইজিংকে ‘ভীতি প্রদর্শন’ বন্ধের আহ্বান জানিয়েছিলেন লাই চিং-তে। তবে চীন বরাবরই তাইওয়ানেকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।

চীনা সামরিক বাহিনী আরও জানিয়েছে, তাইওয়ান ঘিরে এই সামরিক মহড়ায় সমুদ্রপথে যুদ্ধের প্রস্তুতি, লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা, দ্বীপের ভেতরে ও বাইরের যেকোনো বাহিনীর ‘যৌথ যুদ্ধের ক্ষমতা’ পরীক্ষা করার ওপর জোর দেওয়া হয়েছে। মহড়া কবে নাগাদ শেষ হবে, সে বিষয়ে কিছু জানায়নি চীনের সামরিক বাহিনী।

Scroll to Top