যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আরভিন শহরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখলে নিয়েছেন ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীরা। বুধবার তারা ভবনটি ঘেরাও করে দখলে নেন। তবে পরবর্তীতে পুলিশ এসে ভবনটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ক্যাম্পাসে পুলিশের কয়েকটি সংস্থাকে ডেকে আনে। বাতিল করা হয় ক্লাস। এরপর পুলিশ এসে সেখানে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের ক্যাম্প উচ্ছেদ করে ও ভবনটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
আরভিন পুলিশের এক মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আরভিন পুলিশসহ অরেঞ্জ কাউন্টির কয়েকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পদক্ষেপ নিয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি এবং কেউ আহত হয়নি।
গত ১৭ এপ্রিল নিউইয়র্ক সিটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম ইসরায়েলবিরোধী বিক্ষোভ শুরু হয়। এরপর দেশটির দেড় শতাধিক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। এরই মধ্যে ইউরোপসহ ১২টি দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন।
বিক্ষোভকারীদের দাবি, যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেয়