স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টায় পাঁচবার গুলি করা হয়, তবে তার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দেশটির এক মন্ত্রী।
বুধবার স্লোভাকিয়ার মধ্যাঞ্চলীয় নগরী হ্যান্ডলোভায় সরকারি এক বৈঠক শেষে বের হওয়ার সময় তাকে গুলি করা হয়। সঙ্কটজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যার দিকে জরুরি অস্ত্রোপচার করা হয়।
স্লোভাকিয়ার উপপ্রধানমন্ত্রী ও পরিবেশ মন্ত্রী টমাস তারাবা বিবিসি নিউজ আওয়ারকে বলেছেন, “আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। সৌভাগ্যবশত আমি যতদূর জেনেছি, অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি বেঁচে যাবেন বলে আশা করছি। জীবন সংশয়ের পরিস্থিতি পার হয়ে গেছে।”
পাঁচটি গুলির মধ্যে একটি গুলি ফিকোর পেটে ও আরেকটি এক সন্ধিস্থলে লেগেছে বলে তারাবা জানিয়েছেন।
গণমাধ্যম আক্তুয়ালিতি ডট এসকে এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছেন, অস্ত্রোপচারের পরে ফিকো এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।