ভক্ত অনুরাগীদের প্রশ্ন ছিল, পুরনো ব্ল্যাককে ফের নিয়মিত পাওয়া যাবে কি না; কৌশলে উত্তর দিলেন তাহসান।
ব্ল্যাকের পুরনো তারা পাঁচজন। তাহসান খান, জন কবির, টনি ভিনসেন্ট, মুশফিক জাহান ও মাহমুদ করিম মিরাজ। জাহান বাদে পুরনো কেউ আর ব্ল্যাকে নেই এখন; যে যার পথে হাঁটছেন।
এই পাঁচজনকে শেষবার পাওয়া গিয়েছিল ২০০৫ সালের এপ্রিলে ঢাকার একটি মিলনায়তনে। এরপর পাঁচজনকে একসঙ্গে আর দেখা যায়নি। শুধু এ কনসার্টের জন্যই দলের ড্রামার টনি উড়ে এসেছেন কানাডা থেকে।
পঁচিশ বছর পূর্তিতে তাহসান, জনদের পুরনো লাইনআপ নিয়ে ব্ল্যাকের কনসার্ট-এ ঘোষণায় কতটা উচ্ছ্বসিত ব্ল্যাক অনুরাগীরা সেটির আঁচ পাওয়া গিয়েছিল আগেই, সোশাল মিডিয়ায়। আর কনসার্টের দিন, দুপুর থেকেই মঞ্চের সামনে যেদিকে চোখ যায়, কেবল মানুষ আর মানুষ।
সাতটি ব্যান্ডের কনসার্ট হলেও গাঁটের পয়সা খরচ করে বেশির ভাগ মানুষ এসেছিলেন ব্ল্যাকের হাত ধরে পুরনো সময়ে ফিরতে।
আইসিসিবি এক্সপো জোনে গেটের প্রবেশমুখেই বেশ কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলে গ্লিটজ জেনেছে, ব্ল্যাক নিয়ে তাদের আগ্রহের কথা।
আইসিসিবি এক্সপো জোনে কনসার্ট শুরু হয় শুক্রবার দুপুর ২টায়। আর ব্ল্যাক ব্যান্ড মঞ্চে ওঠে রাত ১০টা নাগাদ। পুরনো সদস্যদের আগে গান শোনান দলের নতুন সদস্যরা।
একই দিনে মঞ্চে আরও সাতটি ব্যান্ডের পারফরম্যান্স ছিল। ব্ল্যাক ছাড়াও ওয়ারফেইজের সাবেক লিড গিটারিস্ট অনি হাসানের গান শুনতেও উদগ্রিব ছিলেন অনেকে। অনিও গান গেয়ে মাতিয়ে দেন আসর।
মঞ্চে তখন ‘রিকল ব্যান্ড’, ‘ওল্ড স্কুল’, ‘প্রোজেক্ট ব্যান্ড’ দল নিজেদের শ্রোতাপ্রিয় বেশ কয়কেটি গান পরপর শোনান। বেলা পড়তির দিকে মঞ্চে উঠে ‘পপাই বাংলাদেশ’ ব্যান্ড। প্রথমবারের জন্য ছেলের গান শুনতে এসেছে পপাই বাংলাদেশ ব্যান্ডের ভোকালিস্ট রাফান ইমামের মা। স্টেজের পাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি।
তিনটি গান গেয়ে রাফান ইমাম দর্শকের উদ্দেশ্যে বলে উঠেন, ” আজকের কনসার্ট আমার জন্য অনেক স্পেশাল। প্রথমবারের মত আমার মা এসেছেন আমার কনসার্ট দেখতে। স্টেজের পাশে থেকে আমার গান শুনছে এ অনুভূতি বোঝাতে পারব না। পৃথিবীর সকল মায়ের প্রতি ভালোবাসা। চলেন এবার ভালোবাসার গান শুনাই।”
তারপর ‘ভালোবাসা বাকি’ গান দিয়ে দর্শক মাতিয়ে তোলেন তিনি। একে একে ‘ক্রিপটিক ফেইট’, ‘ফারুক ভাই’ ব্যান্ড তাদের পারফর্ম শেষ করেন।
রাত আটটার দিকে একসঙ্গে মঞ্চে ওঠেন ‘ওয়ারফেজ’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট অনি হাসান, মিজান রহমান ও ‘পাওয়ার সার্জ’ ভোকালিস্ট জামসেদ চৌধুরী।
৫০ মিনিট সময় নিয়ে মঞ্চে উঠলেও এক ঘণ্টার উপরে দর্শক মাতিয়ে রাখেন তারা। তরুণদের কাছে বেশ জনপ্রিয় গায়ক অনি হাসান। দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশের মঞ্চে পারফর্ম করছেন তিনি।
অনি মঞ্চে উঠতেই দর্শকের সমস্বরে চিৎকার। ১০ মিনিটের মতো গিটারের মূর্ছনায় কনসার্টে যেন ঝড় তুললেন তিনি। অনিকে নিয়ে গায়ক জামসেদ চৌধুরী গাইলেন ‘স্বপ্নদেব’, ‘অধরা’ সহ জনপ্রিয় সব গান।
” ১৭ বছর পর অনির সঙ্গে এমন ক্রাউড পরিবেশে গান গাইলাম। আপনাদের এই সাড়া দারুণ লাগল” এই বলে অনির সঙ্গে জামসেদের পারফরম্যান্স শেষ হয়।
এরপর মিজানের সঙ্গে অনির পারফর্ম শুরু করার আগে, অনি ব্যান্ডের কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুকে স্মরণ করেন।
বাচ্চুকে উৎসর্গ করে অনি বাজালেন ‘সেই তুমি কেন অচেনা হলে’ গানের মিউজিক।
রূপালি গিটারের স্রষ্টাকে স্মরণ করে অনি বলেন, ” ৬ বছর পর দেশে ফিরলাম। বাচ্চু ভাই তখন বেঁচে ছিল, আমাকে প্রায়ই বলতেন, অনি তুমি দেশে আসো, আমার গিটারগুলো বাজাও। আমি তখন দেশে আসতে পারিনি। ৬ বছর পর দেশে ফিরলাম, কনসার্ট করলাম। বাচ্চু ভাই বেঁচে নেই। আমার এই মুহূর্তটুকু বাচ্চু ভাইকে উৎসর্গ করলাম।”