lightening

ফরিদপুরে নগরকান্দায় বজ্রপাতে ২১ মাদ্রাসা শিক্ষার্থী আহত

ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতের বিকট শব্দে একটি মাদরাসার ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মো. কেরামত আলী।

সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাদরাসার বারান্দায় দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ মাদরাসার মাঠে বজ্রপাত আঘাত করে। বজ্রপাতের বিকট শব্দে মাদরাসার ১৯ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ৯ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসাপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো ওলিউল্লাহ, ফেরদাউস, মুস্তাকিম, আবু হুসাইন, সাজিন, মারুফ, রিয়াদ, বায়েজিদ ও মুজাহিদ। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা সকলেই মাদরাসার নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এর মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে যাদের আনা হয়েছে তারা প্রত্যেকেই আতঙ্কিত ছিল। ভয় পেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে, এখন সবাই শঙ্কামুক্ত।

Scroll to Top