\’যুদ্ধ ঘোষণা করে রোহিঙ্গা সমস্যা সমাধান করা যাবে না\’

মিয়ানমারের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে বা বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে রোহিঙ্গা সমস্যা সমাধান করা যাবে না বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ সোমবার সচিবালয়ে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বা আইএফসির কান্ট্রি ডিরেক্টর ওয়েমজি ওয়ার্নারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু কূটনৈতিকভাবে মোকাবেলা করা হচ্ছে। মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বা বাণিজ্য সম্পর্ক চ্ছিন্ন করে এ সমস্যা সমাধান সম্ভব নয়। তিনি বলেন, মানবিক কারণে ৩ লাখ রোহিঙ্গা শরর্ণার্থীদের আশ্রয় দেওয়া হচ্ছে। এদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে।

গত ২৫ আগস্ট ভোররাতে একযোগে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে হামলা করে এআরএসএ’র সদস্যরা। এরপর রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে সেনাবাহিনী অভিযান শুরু করলে বাংলাদেশ অভিমুখে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে। এরইমধ্যে তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে ধারণা করছে জাতিসংঘ।

পালিয়ে আসা রোহিঙ্গারা সীমান্তের ওপারে সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও পরিকল্পিত দমন অভিযানের বিবরণ দেয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি

Scroll to Top