\’বাংলাদেশে রোহিঙ্গা এসেছে ৭ লাখ\’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মিয়ানমার থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আগত রোহিঙ্গার সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে, যাদের মধ্যে গত ১৫ দিনেই এসেছে প্রায় ৩ লাখ। রোববার নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম লিখেছেন, \’মিয়ানমার থেকে আসা মানুষের সংখ্যা ৭০০,০০০ ছাড়িয়েছে, যার মধ্যে গত ১৫ দিনে এসেছে প্রায় ৩০০,০০০।\’

নতুন করে আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে জানিয়ে পোস্টে তিনি আরও লিখেছেন, \’শেখ হাসিনার সরকার নতুনদের মানবিক সহায়তা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছে। আর তাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকদিন ধরেই কাজ করছে কিন্তু মিয়ানমারের কারণে অগ্রগতি হয়নি।\’

তবে মিয়ানমার থেকে পালিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হয়েছে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

\"\"

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট একযোগে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী এআরএসএ-কে দায়ী করে রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এই অভিযান শুরুর পর বাংলাদেশ অভিমুখে ঢল নামে রোহিঙ্গাদের।

শনিবার জাতিসংঘের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে কক্সবাজার ও টেকনাফে আশ্রয় নিয়েছে। শরণার্থীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রেগুলোর ওপর চাপ বাড়ছে। তাদের আশ্রয়ের জন্য নতুন বসতি স্থাপনের কাজ দ্রুত চললেও নূন্যতম মানবিক সেবা অপ্রতুল।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস পি

Scroll to Top