অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ক সাকিব আল হাসান। ম্যাচের দশ উইকেটের পাশাপাশি ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে এসে দর্শকদের ধন্যবাদ দিয়ে সাকিব বলেন, \’ধন্যবাদ সবাইকে। আমি ড্রিংসের সময় পুরা টিমকে একটা কথা বলেছিলাম, বাংলাদেশ টিমের সবাই হয়তো বিশ্বাস করে নাই যে, আমরা আজকে জিততে পারবো। কিন্তু যখন দর্শকরা, আপনারা মাঠে এসেছেন তার মানে আপনাদের মনে সেই বিশ্বাসটা ছিলো যে, আমরা জিততে পারবো। এই বিশ্বাসটা আমাদের অনেক কাজে এসেছে। তো এজন্য ধন্যবাদ।\’
নিজের স্ত্রীর কাছ থেকে উৎসাহ পাবার বিষয়টি খোলাসা করেন সাকিব। তিনি বলেন, \’কাল রাতে আমি আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম, আমি বলছিলাম, মনে হয় না আমরা জিততে পারবো। কঠিন হয়ে যাবে। আমার ওয়াইফ বলেছিলো, তুমিই আছো একমাত্র যে জেতাতে পারে।\’
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি