সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক তুলে নিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলংকা বিপক্ষে খেলা নিজের আগের টেস্টেই শতক হাঁকানো সাকিবের টেস্টে এটি ২২তম অর্ধশতক।
রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে সাকিব যখন ব্যাট করতে নামেন অজি পেসার কামিন্সের তোপে ১০ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন রীতিমতো ধুকছে। শুরুতে কিছুটা নড়বড়ে মনে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটে থিতু হন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর তামিমকে সঙ্গে নিয়ে পাল্টা আঘাত হেনে সামাল দেন বিপর্যয়।
অনেকটা ওয়ানডে মেজাজে খেলে ৬৫ বলেই অর্ধশতক তুলে নেন সাকিব। দলীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত মূল্যবান এই ইনিংস সাকিব সাজান ৭টি চারের সাহায্যে। গত মার্চে শ্রীলংকা সফরের শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১১৬ রানের দারুণ ইনিংস খেলেন সাকিব, যা ওই ম্যাচে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি