অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির না হওয়ায় থাইলান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছে দেশটির সর্বোচ্চ আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, শুক্রবার রায় ঘোষণার দিন আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তা করেননি ইংলাক। তার আইনজীবী আদালতকে বলেন, তার মক্কেল অসুস্থ। পরে রায়ের জন্য নতুন তারিখ ঘোষণা করা হয়।
জানা গেছে, ২০১১ সালে ক্ষমতাগ্রহণের পর পরই চাল ভর্তুকি স্কিম ঘোষণা করে ইংলাক সরকার। স্কিমের আওতায় কৃষকের কাছ থেকে বৈশ্বিক বাজার মূল্যের চেয়ে বেশি দামে চাল ক্রয় করে সরকার। ওই ভর্তুকি স্কিমের কারণে ইংলাক সরকার সেসময় ৮০০ কোটি ডলার অর্থ লোকসান করে। পরে এটি নিয়ে দায়িত্বে অবহেলা করেছেন বলে ইংলাকের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
দেশটির সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ মামলায় ইংলাক দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ ১০ বছরের সাজা ভোগ করতে হতে পারে। এছাড়া সামরিক সরকার প্রণীত নতুন খসড়া সংবিধানের আওতায় তিনি আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন। উল্লেখ্য, ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানে থাইল্যান্ডের প্রথম নারী এই প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হয়।
বাংলাদেশ সময়:১২৪৮ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি