সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল

ঈদের ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এবার ঈদের আগে দেশে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার কারণে ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী ২৪ ঘণ্টা সড়ক-মহাসড়কে নজরদারি করবেন। তাই তাঁদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপদের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top