চ্যাম্পিয়ন্স লিগ ড্র’র উপস্থাপনায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। অনুষ্ঠানে ছিলেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, জিয়ানলুইজি বুফনসহ ইউরোপীয় ফুটবলের বড় বড় তারকারা। বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য সুখবর হচ্ছে তারকাখচিত আলো ঝলমলে এই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রেশমিন চৌধুরী।

১৯৭৭ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন রেশমিন। জন্মসূত্রে ব্রিটিশ হলেও মা-বাবার সুবাদে বাংলাদেশি বংশোদ্ভুত এই নারী সাংবাদিক। বর্তমানে তিনি ইংল্যান্ডের বিটি স্পোর্টসে কর্মরত আছেন।

চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা ইউরোপা লিগের মতো ফুটবলের বড় টুর্নামেন্টগুলোতে তিনি নিয়মিত হাজির হন হাতে বিটি স্পোর্টসের বুম নিয়ে। এরই ধারাবাহিকতায় এবার রেশমিনকে দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ের মূলমঞ্চে সঞ্চালকের ভূমিকায়।

বিবিসি স্পোর্টসেও সংবাদ উপস্থাপনার কাজ করেছেন ৩৯ বছর বয়সী রেশমিন। তার সম্পর্কে ঘাটাঘাটি করে জানা গেছে কিছু চমকপ্রদ তথ্য। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর রোনালদোর প্রথম সাক্ষাৎকারটি নেন রেশমিন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top