গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষায় রিয়াল-বার্সা

ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মাঠে গড়াবে আর কিছুদিন পরেই। এর আগে ড্র নামক ভাগ্য পরীক্ষায় চূড়ান্ত হয়েছে গ্রুপ পর্বের প্রতিপক্ষ। বৃহস্পতিবার ফ্রান্সের মোনাকোতে অনুষ্ঠিত হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের গ্রুপ প্রতিপক্ষ জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। আর বার্সেলোনার গ্রুপে পড়ছে গতবারের ফাইনালে ওঠা জুভেন্টাস।

এদিকে ডর্টমুন্ড ছাড়াও ইংলিশ জায়ান্ট টটেনহামের মতো দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল। অপর প্রতিপক্ষ অ্যাপোয়েল তুলনামূলক কম শক্তির দল। আর ‘ডি’ গ্রুপ অনেকটাই গ্রুপ অব ডেথে রূপ নিয়েছে। এখানে বার্সেলোনার দুই প্রতিপক্ষ ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস, পর্তুগিজ জায়ান্ট স্পোর্টিং এবং গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস। তবে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের খেলাগুলো হবে ১২ ও ১৩ সেপ্টেম্বর।
দেখে নিন কোন দল পড়েছে কোন গ্রুপে:
গ্রুপ ‘এ’ : বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেড, বাসেল, সিএসকেএ মস্কো
গ্রুপ ‘বি’ : বায়ার্ন মিউনিখ, পিএসজি, আন্ডারলেখট, সেল্টিক
গ্রুপ ‘সি’ : চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ, রোমা, কারাবাগ
গ্রুপ ‘ডি’ : জুভেন্টাস, বার্সেলোনা, অলিম্পিয়াকস, স্পোর্টিং লিসবন,
গ্রুপ ‘ই’ : স্পার্তাক মস্কো, সেভিয়া, লিভারপুল , মারিবর
গ্রুপ ‘এফ’ : শাখতার দোনেৎস্ক, ম্যানচেস্টার সিটি, নাপোলি, ফেইনুর্দ
গ্রুপ ‘জি’ : মোনাকো, পোর্তো, বেসিকতাস, আরবি লিপজিগ
গ্রুপ ‘এইচ : রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, টটেনহাম, অ্যাপোয়েল

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top