মেসিকে হারিয়ে উয়েফার বর্ষসেরা রোনালদো

লিওনেল মেসিকে পেছনে ফেলে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত চার বছরে তিনবার এই পুরস্কার পেলেন পর্তুগিজ তারকা। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার উয়েফার সেরা খেলোয়াড় হলেন কেউ।
৩২ বছরের রিয়াল তারকা চ্যাম্পিয়ন্স লিগে ১২টি গোল করে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ছিনিয়ে নিলেন। গত মওসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ৪২টি গোল করেন রোনালদো। এর মধ্যে রিয়াল মাদ্রিদকে লা-লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দেন পর্তুগিজ তারকা।

ইউরোপ সেরা ফুটবলারের সেরা ট্রফি হাতে নিয়ে রোনালদো বলেন, ‘আমার লক্ষ্য থাকে প্রতিবছর এই ট্রফি জেতা। আমার ক্লাব ও জাতীয় দলকে ট্রফি জেতানো। এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি। ফের ট্রফিটি তুলে ধরতে পেরে আমি সম্মানিত। আমি সতীর্থদের ধন্যবাদ জানাই।

মেসি শেষবার এই পুরস্কার জিতেছিলেন ২০১৫ সালে। ২০১৪ ও ২০১৬ এর পর ২০১৭-তে ট্রফি জিতে নিলেন রোনালদো। সেরা গোলকিপারের পুরস্কার জিতলে বুফন। সেরা ডিফেন্ডার সের্জিও রামোস। সেরা মিড-ফিল্ডার লুকা মডিচ।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top