প্রথমে নাম ছিল \’একটু প্রেম দরকার\’। পরে গল্পের প্রয়োজনে নামটি পরিবর্তন করে রাখা হয়েছে \’বিদ্রোহী\’। শাকিব খান-বুবলী জুটির এই ছবিটি প্রথমবারের মতো পরিচালনা করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। প্রযোজনা করেছেন শাহীন খান। আগামীকাল বিকাল ৪টায় ভয়েজ টিভির নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ছবিটির অফিসিয়াল টিজার।
সেলিম খান বলেন, \’অনেকগুলো ছবি প্রযোজনা করেছি। বেশিরভাগ সময় স্পটে থেকে পরিচালকদের কাজ দেখেছি। অনেক সময় নিজের মতো করে শটও নিয়েছি।
তখনই মনে হয়েছে নিজেও পরিচালনা করতে পারব। সম্পাদনার সময় যারা ছবিটি দেখেছেন সবাই বাহবা দিয়েছেন। এমনকি সেন্সর বোর্ডও খুশি হয়ে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছি। আশা করছি ছবিটি দর্শকদেরও ভালো লাগবে।\’
\’বিদ্রোহী\’ ছবির আগে শাকিব-বুবলীকে নিয়ে সেলিম খান \’আমি নেতা হবো\’, \’চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্লা মাইয়া\’, \’ক্যাপ্টেন খান\’ নির্মাণ করেন। \’শাহেনশাহ\’ নামের আরেকটি ছবিতে শাকিবের বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া। তবে \’বিদ্রোহী\’ই শাকিব-বুবলীর শেষ ছবি হতে যাচ্ছে বলে ধারণা করছেন অনেকে। কারণ দুজনের হাতে আপাতত কোন ছবি নেই।