আজ জুভেন্টাসের প্রতিপক্ষ জেনোয়া

দুই দিনের বিরতি শেষে আজ আবার ব্যস্ত হচ্ছে ইউরোপিয়ান ফুটবল। বাংলাদেশ সময় রাত ১০টায় সিরি আ’তে নিজেদের ২য় ম্যাচ খেলতে মাঠে নামবে জেনোয়া ও জুভেন্টাস। প্রথম ম্যাচে জুভেন্টাস ৩-০ গোলে ক্যালিয়ারির বিপক্ষে জয়লাভ করে।

আজকের এই ম্যাচ টি এই ২টি দলের ২৭ তম ম্যাচ। এর আগের ২৬ টি ম্যাচ এর মাঝে জুভেন্টাস ১৬ টি ম্যাচে জয়লাভ করে। অপরদিকে জেনোয়া ৩ টি ম্যাচে জয়লাভ করতে সমর্থ হয়। বাকি ৭ টি ম্যাচ হয়েছে ড্র।

বর্তমানে লীগে ১ ম্যাচ হতে ৩ পয়েন্ট সংগ্রহ করে জুভেন্টাস পয়েন্ট তালিকার ৩ এ অবস্থান করছে। অন্যদিকে জেনোয়ার সংগ্রহ ১ ম্যাচ থেকে ১ পয়েন্ট। এই ১টি পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকার ১০ম স্থানে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top