ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান আহারোন হালিভা পদত্যাগ করেছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় হামাসের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েল।
আজ সোমবার (২২ এপ্রিল) ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর- আরব নিউজ।
গেলো গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই সামরিক কর্মকর্তা। হামলার পর আহারন হালিভা ব্যর্থতার দায় স্বীকার করেছেন।
অক্টোবরে দক্ষিণ ইসরাইলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস।