ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা আগামী শনিবার (২০ এপ্রিল) ঢাকা আসতে পারেন। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে তার এই সফর। দেশটির একটি কূটনৈতিক সূত্র এমনটাই জানিয়েছে।
সূত্র বলছে, ভারতের পররাষ্ট্রসচিবের আসন্ন সফর হবে দুই দেশের মধ্যে নিয়মিত সফর বিনিময়ের অংশ। সাধারণত প্রতিবছরই অন্তত একবার এই ধরনের সফর বিনিময় হয়ে থাকে।
এই সফরগুলোতে দুই দেশের সম্পর্কের পাশাপাশি শীর্ষ নেতা পর্যায়ে গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ ছাড়া সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পারস্পরিক ভাবনা বিনিময় হয় এই ধরনের সফরে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের পর ওই সফর হতে পারে।
এমন প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রসচিবের আসন্ন সফরে এ বিষয়ে আলোচনা হতে পারে। ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা গত বছর ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেছিলেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত নভেম্বরে নয়াদিল্লি সফর করেন।