ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ দ্বিগুণ থেকে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত গাড়ির চাপ ও চালকদের নিয়ম না মেনে অভারটেকিংয়ের ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সোমবার গভীর রাত থেকে শুরু হয়েছে এ যানজট। কিছু সময় ধীর গতিতে গাড়ি চললেও আজ মঙ্গলবার সকাল থেকে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়েছে হাজার হাজার গাড়ি।
বঙ্গবন্ধু সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল পাভেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
সেতু বিভাগের এই কর্মকর্তা জানান, গতকাল সোমবার রাত ৯টার পর সেতুর ওপরে ১১টি গাড়ি বিকল হয়। সেগুলো তাৎক্ষণিক অপসারণ করাতে কিছুটা সময় লাগে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪২৭টি গাড়ি পার হয়। এতে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতু সড়কে যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে চলাচল করেছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।