আগামী ৯ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমদের শেষ কর্মদিবস। এর সাত দিন আগে গ্রেড-১ এর পদোন্নতি পেয়েছেন তিনি। শিক্ষা ক্যাডারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ মর্যাদা পেলেন প্রফেসর নেহাল আহমদ।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, অধ্যাপক অধ্যাপক নেহাল আহমদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে আদেশ কার্যকর হবে।
মাউশির বর্তমান মহাপরিচালক (ডিজি) একজন শিক্ষা ক্যাডারের অধ্যাপক অর্থাৎ গ্রেড-৪ এর ম র্যাদাপ্রাপ্ত। গ্রেড-১ পাওয়ার পর তিনি এখন সচিব সমমর্যাদার।
ইংরেজি বিভাগের অধ্যাপক নেহাল আহমেদ ২০২২ সালের ৩১ জানুয়ারি মাউশি অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। আগামী ৯ এপ্রিল তার শেষ কর্মদিবস।