পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে মুগ্ধ হয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। আজ সকাল ৯টার (বুধবার, ২৭ মার্চ) পর মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুতে উঠে নান্দনিক এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং এ নির্মাণ প্রকল্প দেখে মুগ্ধ হন তিনি।
এসময় সেতুটির নির্মাণশৈলী দেখে মুগ্ধ হন ভুটানের রাজা। পরিদর্শন শেষে তিনি আবার একই পথে দশটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন। লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে নয়টার পরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক পদ্মা সেতু অতিক্রম করেন এবং দশটার দিকে তিনি আবার ঢাকার উদ্দেশে রওনা হন।
এর আগে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ভুটানের রাজা খেসার নামগিয়েল ওয়াংচুক। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগ সরকার গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এটি বাংলাদেশে কোনো দেশের শীর্ষ নেতার প্রথম সফর।