ঈদের ছুটির আগেই তৈরি পোশাকসহ সকল শ্রমিকের ন্যায্য পাওনা দিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।
আজ বুধবার (২৭ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা শেষে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। এর আগে প্রতিমন্ত্রী জানান, তিনি বলেন, ঈদের আগে কারখানাগুলো কোনো শ্রমিক ছাঁটাই করতে পারবে না।
গত ২০ মার্চ এক সভায় প্রতিমন্ত্রী জানান, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা হবে। আমরা কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর চাই না।