ভারতীয় বাংলা সিনেমার নন্দিত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী গুরুতর অসুস্থ হলে তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটোনাটি ১৯ মার্চের। নতুন খবর হলো, হাসপাতাল থেকে ছুটি মিলেছে অভিনেতার। ২২ মার্চ বাড়ি ফিরেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এদিকে সব্যসাচীর হাসপাতালে ভর্তির খবর গোপন রেখেছিল তার পরিবার। ছুটি মেলার খবর নিয়েও খোলেনি মুখ। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার বাড়ি ফিরেছেন পর্দার ‘ফেলুদা’। আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন।
এ প্রসঙ্গে সব্যসাচীর পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষ বলেন, ‘বাবা এখন খুব ভালো আছেন। চিকিৎসকেরা আপাতত কয়েক দিনের জন্য তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’
সম্প্রতি পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী। নিজে দাঁড়িয়ে থেকে সব কিছুর তদারকি করেছেন। নাতির সঙ্গে সময় কাটাতে যে পছন্দ করেন সব্যসাচী সে কথা সংবাদমাধ্যমকে গৌরব জানিয়েছিলেন।
পশ্চিমবঙ্গের ডাকসাইটে অভিনেতা সব্যসাচী। যেকোনো চরিত্র জীবন্ত করে তোলার ক্ষমতা আছে তার। তবে দর্শক তাকে আলাদা একটি জায়গা দিয়ে রেখেছেন সত্যজিৎ রায়ের গোয়েন্দা সিরিজ ‘ফেলুদা’র জন্য। এই চরিত্র তার গ্রহণযোগ্যতা যেন বাড়িয়ে দিয়ে