ট্রেনের টিকিট: ওয়েবসাইটে আধা ঘণ্টায় হিট ৬৫ লাখ

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি করা হচ্ছে। আজ ৪ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।

আজ সোমবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে।

এদিন পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির জন্য বরাদ্দ রাখা হয়েছিলো ১৬ হাজার টিকেট। সোমবার আটটায় সার্ভার খুলতেই নিমিষেই শেষ হয়ে যায় ১৪ হাজার টিকিট।

দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

গত রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয় ৩ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি। আজ দ্বিতীয় দিনের মতো বিক্রি হচ্ছে ৪ এপ্রিলের টিকিট। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় রেল স্টেশনগুলোতে নেই ভিড়। তবে কেউ কেউ জটিলতায় পড়ে আসেন কমলাপুর রেল স্টেশনে।

 

Scroll to Top