ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে একটি ডুবে যাওয়া নৌকার ভাসমান অংশ থেকে ৬৯ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, বৃহস্পতিবার যখন তাদের উদ্ধার করা হয় তখন তারা রোদে পোড়া ও পানিশূন্য অবস্থায় ছিলেন।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, নৌকার ভাসমান অংশ থেকে ৯ জন শিশু, ১৮ জন নারী এবং ৪২ জন পুরুষকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৮০ জন ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।
উদ্ধার হওয়া এক ব্যক্তি জানান দলের কয়েকজন কাঠের নৌকাটিতে এক মাস ধরে সমুদ্রে ছিলেন।
জানা যায়, স্থানীয় একটি মাছ ধরার নৌকা একদিন আগে অভিবাসীদের উদ্ধারে গিয়েছিল। কিন্তু আতঙ্কে নৌকায় ওঠার সময় তারা নৌকাটিকে উল্টে দেয়। ফলে বেঁচে যাওয়া ব্যক্তিরা একদিনেরও বেশি সময় ধরে দ্বিতীয় নৌকায় আটকা ছিলেন।
২০২৩ সালে সাগরে অন্তত ৫৬৯ রোহিঙ্গা মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। মূলত দক্ষিণপূর্ব এশিয়ায় ঝুঁকিপূর্ণ পথে ভ্রমণ করার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। বলা হয়েছে, গত বছর যারা ঝুঁকিপূর্ণ পথে অন্য দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করেছে তাদের প্রতি আটজনে একজন হয় মারা গেছেন না হয় নিখোঁজ হয়েছেন।