ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজে থাকা ২৩ নাবিক ও ক্রু এখন পর্যন্ত ভালো আছেন এবং নিরাপদে আছেন। তিনি বলেন, নাবিকরা সুস্থ আছেন। কোনো নাবিক কষ্টে আছে, এমন কোনো ভিডিও বার্তা সরকারের কাছে আসেনি। এটা কারা পেয়েছে জানি না।
আজ বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গতকাল যখন বিষয়টি আমরা জেনেছি, তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও নেভির মাধ্যমে আমরা যোগাযোগ করছি। ২৩ জন নাবিকের জীবনের নিরাপত্তা দেওয়া এবং তাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা এখন আমাদের প্রথম কাজ। তিনি বলেন, এখনো জলদস্যুদের কবলেই আছে জাহাজটি ও নাবিকরা। আন্তর্জাতিক কিছু সংগঠন আছে যাদের মাধ্যমে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করে নাবিকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
প্রতিমন্ত্রী বলেন, নাবিকদের আমরা সুস্থ ও স্বাভাবিকভাবে দেশে ফিরিয়ে আনবোই। প্রধানমন্ত্রীর নির্দেশনা নাবিকদের দ্রুত ফিরিয়ে আনতে হবে। আমরা বদ্ধপরিকর নাবিকদের ফিরিয়ে আনার ব্যাপারে। তিনি বলেন, তবে ঠিক কখন ফিরিয়ে আনতে পারব, সেই সময়টা এখনই বলা যাচ্ছে না। কারণ যারা আটক করেছে, তারা মানুষ নয়, জলদস্যু।