কুড়িগ্রামের চিলমারী নৌ-বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এইচ ই মি. রিনচেন কুয়েনসিল। আজ সোমবার (১১ মার্চ) সকালে ব্রহ্মপুত্র তীরে চিলমারী নৌ-বন্দর পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪(চিলমারী,রৌমারী ও রাজিবপুর) আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ এমপি,ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি ভুটানের ডিজি চ্যামিটেসরিন, চিপ ট্রেড অফিসার কিনলে ইয়াংজন, ভুটানের ঢাকা এ্যাম্বাসির কাউন্সিলর জিকরেল টাসরিন,বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষ(বেজা)’র মহাব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ মোঃ যোবায়েদ হোসেন,কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ মো.জাকির হোসেন,সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু প্রমুখ।
পরিদর্শন শেষে জেলা পরিষদ ডাক বাংলোয় অতিথিদের জন্য স্থানীয় শিল্পিদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে ভাওয়াইয়া গান পরিবেশন করা হয়। পরে তিনি সোনাহাট স্থলবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।