বঙ্গোপসাগরে বাংলাদেশের এখন নিজস্ব সমুদ্রসীমা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এটি সম্ভব করেছে আওয়ামী লীগ সরকার।
আজ রোববার (১০ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দফতরে ভি-স্যাটনেট যোগাযোগ ব্যবস্থা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলেই প্রথম সমুদ্রসীমা আইন প্রণয়ন করা হয়। ’৭৫-এর হত্যাকাণ্ডের পর দায়িত্বে আসা কোনো সরকারই এ ব্যাপারে নতুন কোনো উদ্যোগ নেয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সমুদ্রে বাংলাদেশ আজ নিজস্ব সীমানার মালিক হয়েছে।
তিনি আরও বলেন, নতুন দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে কোস্টগার্ডে৷ যুক্ত হবে আধুনিক মেরিটাইম সার্ভিল্যান্স সিস্টেম৷ অচিরেই ত্রিমাত্রিক বাহিনী হতে চলেছে বাংলাদেশ কোস্টগার্ড৷
তিনি বলেন, নিজস্ব প্রশিক্ষণ বেইজ নির্মাণ করা, অত্যাধুনিক নৌযান সংযোজনে কোস্টগার্ড সদস্যরা এখন অনেক দক্ষ৷
এর আগে বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন ভৌত অবকাঠামো এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তায় বাহিনীতে সংযোজিত ভি-স্যাটনেট যোগাযোগ ব্যবস্থা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
সকাল ১০টার দিকে কোস্টগার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিতে কোস্টগার্ডের সদর দফতরে পৌঁছান প্রধানমন্ত্রী।