জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ কর্মসূচি আবারও পিছিয়েছে। ১১ নভেম্বরের (শনিবার) পরিবর্তে এই সমাবেশ ১২ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, সমাবেশের অনুমতি এখনও পাইনি, আশা করছি অনুমতি পাবো। অন্যথায় প্রমাণিত হবে সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। এর আগে গতকাল সোমবার (০৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশ পেছানো কথা জানিয়েছিলেন।
তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত ছিল বিএনপির। কিন্তু দেশে একটি আন্তর্জাতিক সম্মেলন (সিপিএ) অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে যাতে কোনও প্রকার সমস্যা না হয় সেজন্য আমরা ৮ নভেম্বরের পরিবর্তে ১১ নভেম্বর শনিবার সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।
বাংলাদেশ সময়:১৫৩০ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি