লম্বা সময় ধরে ওয়ানডেতে ভালো খেলছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে এখনও পায়ের তলায় শক্ত মাটি খুঁজে পায়নি টাইগাররা। প্রায় প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল তলানিতে। অবশ্য গত এক বছরে এই ফরম্যাটেও দারুণ উন্নতি করেছে বাংলাদেশ।
২০২৩ সাল থেকে টি-টোয়েন্টিতে এখনও কোনো সিরিজ হারেনি টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচেই ৩ রানে হেরেছিল টাইগাররা। অবশ্য পরের ম্যাচটি ৮ উইকেটে জিতে নিয়ে লঙ্কানদের বিপক্ষেও নিজদের শক্তিমত্তার জানান দিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পাপন বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারব।’
শ্রীলংকার বিপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের মতো তারকাকে ছাড়াই দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও বাংলাদেশ মাত্র ৩ রানের জন্য হেরে যায়। ম্যাচ হারলেও টাইগারদের অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ পুরো দেশের মানুষ।
গতকাল বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১৬৫ রানে থামিয়ে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজে (১-১) সমতায় ফিরে বাংলাদেশ দল।
টাইগারদের এমন পারফরম্যান্সের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দলে তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই- এরপরও মাহমুদউল্লাহ, জাকির আলি, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়রা যে সাহস নিয়ে খেলছে এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে, এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।’ আগামী শনিবার সিরিজের শেষ আর ‘অঘোষিত’ ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল।