র্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন ,দেশে রেমিট্যান্সসহ অর্থনীতির সব সূচক বাড়ছে । তিনি আরো বলেন, মানুষের মনে আশার সঞ্চার হয়েছে।
আজ সোমবার ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্সসহ অর্থনীতির সব সূচক বাড়ছে। এগুলো নিয়ে অপপ্রচার হচ্ছে। এসব প্রতিরোধ করতে হবে।
অর্থমন্ত্রী দাবি করেন, যারা অপপ্রচার করছে, তারাই বলেছিল পদ্মা সেতু ভেঙে পড়বে। অর্থনীতির আসল কথা কেউ বলে না। বাংলাদেশের যে অব্যাহত উন্নতি মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে সেটি আপনি রাস্তায় ঘুরলেই দেখতে পাবেন। মেট্রোরেলে চড়লেই বুঝতে পারবেন মানুষ কতটা খুশি হয়েছে, আশ্বস্ত হয়েছে। নারীরা কীভাবে একা চলতে পারেন মেট্রোতে, তারা সন্তুষ্ট।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ডিসিদের আয়কর আদায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা সহায়তা করবে। তাঁরা যেটা করছেন সেটা করবেন। আরও ভালো করে করবেন, মন দিয়ে করবেন।
এ সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, ডিসিরা সব প্রকল্পে মাঠ পর্যায়ে কাজ করে। অগ্রাধিকার প্রকল্পগুলোতে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।