অগ্নিকাণ্ড, বিপদাপদ স্বাভাবিক ঘটনা। তবে অগ্নিকাণ্ড বেড়ে যাওয়া সম্পর্কে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মানুষকে একত্রকারী আগুন। (বুখারি: ৫৪৪৭)
অগ্নিকাণ্ডের ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। এসময় প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের পাশাপাশি বিশেষ আমলের কথা রয়েছে হাদিস শরিফে।
হজরত আবদুল্লাহ ইবনে উমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল (স.) বলেন, ‘তোমরা যখন কোথাও আগুন (লাগতে) দেখো, তখন তোমরা তাকবির দাও। কারণ তাকবির আগুন নিভিয়ে দেবে। (তাবরানি: ১/৩০৭)
তাকবির হলো- اللَّهُ أَكْبَرُاللَّهُ أَكْبَرُ ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ: আল্লাহ মহান। আল্লাহ মহান।
ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘আগুন যত প্রলয়ঙ্করী হোক; তাকবিরের মাধ্যমে তা নিভে যায়। আর আজানের মাধ্যমে শয়তান পলায়ন করে। (আল-ফাতাওয়া আল-কুবরা: ৫/১৮৮)
পবিত্র কোরআনের একটি আয়াত রয়েছে, যেটি পড়লে আগুন নেভাতে প্রভাব পড়বে এবং আগুনের ক্রিয়া নিস্তেজ হয়ে যাবে। আল্লাহর নবী হজরত ইবরাহিমকে (আ.) আগুন যেন স্পর্শ না করে, সে নির্দেশ দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন- আরবি : قُلۡ نَا یٰنَارُ کُوۡنِیۡ بَرۡدًا وَّ سَلٰمًا عَلٰۤی اِبۡرٰهِیۡمَ উচ্চারণ : কুল ইয়া না-রু কু-নি বারদান ওয়া সালামান আলা ইবরাহিম। অর্থ : ‘হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ (সুরা আম্বিয়া: ৬৯)