দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে বা ডাকযোগে ১ হাজার ৯৬১ জন ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
অশোক কুমার দেবনাথ বলেন, ডাকযোগে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে ভোট দিয়েছেন ১ হাজার ৯৬১ ভোটার, যারা বিভিন্ন এলাকায় ভোটের দায়িত্বে নিয়োজিত ছিলেন। অনেকের আবদন যথাযথ প্রক্রিয়ায় না আসায় পোস্টাল ব্যালট পাঠানো হয়নি।
ইসি সূত্রগুলো জানিয়েছে, প্রবাসীরা বিদেশে থেকেই ভোটদানে ব্যবস্থার দাবি জানালেও তাদের কেউ পোস্টাল ব্যালটে যথাযথ আবেদন করেনি। তবে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ আবেদন করেছিলেন। সেগুলোর বেশিরভাগই যথাযথ না হওয়ায় সবাইকে পোস্টাল ব্যালট সরবরাহ করা হয়নি। এক্ষেত্রে মোট এক হাজার ৯৬১ জন ডাক যোগে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
ইসি কর্মকর্তারা বলছেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন পরিপত্র জারি করেছিল। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলা হয়েছিল পোস্টাল ব্যালট সরবরাহ করার জন্য। অন্যদিকে ডাক বিভাগকে অগ্রিম ডাক মাশুল ছাড়াই ব্যালট পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। আবার বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দিয়েছিল সংস্থাটি।