বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে জাপান পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তিনি জানান, অর্থনৈতিক উন্নয়নে আগের মতোই বিনিয়োগ অব্যাহত থাকবে জাপান সরকারের।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আবুল হাসানের সঙ্গে বৈঠক শেষে এসব জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে অর্থমন্ত্রীর সাথে।
এসময় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে আরও বিনিয়োগ বাড়াতে চায় জাপান। দুই দেশের মধ্যে অর্থনৈতিক যে সম্পর্ক ছিলো তা আরও বাড়বে বলে আশা করছি। তারা অবকাঠামো উন্নয়ন নিয়ে তাদের আগ্রহের কথা আবারও জানিয়েছে।