ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গত সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ পিলার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
বিএসএফ এর পক্ষ থেকে চোরা চালানের অভিযোগে তাদের আটকের দাবী করা হলেও আটকৃতদের পরিবার জানিয়েছেন বিএসএফ তাদের জোর করে ধরে নিয়ে গেছে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফেনীর জায়লস্কর-৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)\’র কমান্ডিং অফিসার ও অধিনায়ক
লে: কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। তিনি জানান, তাদের ফেরৎ আনার বিষয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। আলোচনা চলছে। আশা করি তাদের শীঘ্রই ফেরত আনা হবে।