রাজধানীর গুলিস্তানের নবাবপুর রোডে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এই ঘটনা ঘটে। এক ঘণ্টা পরে ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। পরে সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গত রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ১২টা ৫০ মিনিটে আগুনের খবর পাই। ৫৫ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ২ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমরা এসে চারতলা ভবনের দ্বিতীয় তলায় আল আরাফ ইসলামী ব্যাংকের শাখা অফিস থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখি। ধোঁয়ায় ভেতরে ঢুকতে বেগ পেতে হয়েছে। একপর্যায়ে ভেতরে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে কোনো হতাহত নেই। ফল সিলিংয়ে থাকা ব্যাংকের এসিগুলো জ্বলে গেছে। কেবল থাকায় প্রচণ্ড পুড়ে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়া হয়। পরবর্তীতে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগে আগুনের সূত্রপাত হয়েছে।