আফগানিস্তানের উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশে মস্কোগামী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল শনিবার (২০ জানুয়ারি) রাতে বিমানটি দুর্ঘটনায় কবলিত হয়। এটি রাশিয়ার একটি চার্টার্ড অ্যাম্বুলেন্স বিমান ছিল। বিমানটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে রাশিয়ায় যাচ্ছিল। দুর্ঘটনার সময় এতে ছয়জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে রাশিয়ার বেসরকারি বিমান সংস্থা।
আফগান সংবাদমাধ্য খামা প্রেস জানিয়েছে, বিমানটি নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়ে বাদাখশান প্রদেশের জেবাক জেলার পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। তবে বিমানটি কী ধরনের ছিল এবং তাতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি।
তবে পরবর্তীতে আফগানিস্তান-তালেবান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা রোববার সকালে বিমান বিধ্বস্তের তথ্য পেয়েছেন। কিন্তু এটি কোন দেশের বিমান সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেখানে একটি উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।