একজোড়া গাধার নাম দেওয়া হল রাম রহিম ও হানিপ্রীত

দুই অনুসারীকে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং ও তার পালিত কন্যা, ঘনিষ্ঠ সঙ্গিণী হানিপ্রীত। মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর বার্ষিক গাধা মেলায় আসা দুই গাধা নাম দেওয়া হয় রাম রহিম ও হানিপ্রীত। আর এই একজোড়া গাধা বিক্রি হয় ১১ হাজার টাকায়!

কোনো জাত, বংশ, শারীরিক কাঠামো কেমন, সেই মাপকাঠিতেই গাধার দাম ঠিক হয় মেলায়। তবে বিক্রেতারা সাধারণত তাদের গাধাগুলোকে বাজারে চালু, জনপ্রিয় বিষয়ের নামে নামকরণ করতে ভালোবাসেন। যেমন কিছু ব্যবসায়ী তাদের গাধার নাম রেখেছিলেন ‘জিএসটি’, ‘সুলতান’, ‘বাহুবলী’, ‘জিও’।

ধর্ষণে দোষী, ২০ বছর করে দুটি কারাবাসের সাজাপ্রাপ্ত রাম রহিম, তার গ্রেপ্তারির পর হরিয়ানাজুড়ে অশান্তি, হিংসায় ইন্ধন দেওয়ায় অভিযুক্ত তার পালিত কন্যা হনিপ্রীতের নাম দেওয়া দুটি গাধাকে কিনেছেন রাজস্থানের এক ব্যবসায়ী।

গুজরাট থেকে গাধা দুটি কিনেছিলেন বিক্রেতা হরিওম প্রজাপত। তিনি ২০ হাজার টাকা দাম চেয়েছিলেন। কিন্তু এই দামে কেউ কিনতে চায়নি। তাই শেষ পর্যন্ত ১১ হাজারেই বেচে দেন।

সম্ভবত ওই দুজনের নাম থাকাতেই বেশি দাম দিতে চায়নি কেউ। কিন্তু কেন তিনি গাধা দুটিকে রাম রহিম, হনিপ্রীতের নাম দিলেন? হরিওমের বলেন, কৃতকর্মের ফল ওই দুজনকে ভুগতে হবে, এই বার্তাই দিতে চেয়েছিলেন তিনি।

শিপ্রা নদীর তীরে বসা এই ৫ দিনের মেলায় মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ থেকে প্রাণী কিনে এনে বিক্রি করা হয়। এ বছর প্রায় ২০০০ গাধা কেনা হয়েছিল মেলার জন্য।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ৬ নভেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top